, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মায়ামির হয়ে প্রথম জয়হীন ম্যাচ দেখলো মেসি

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন
মায়ামির হয়ে প্রথম জয়হীন ম্যাচ দেখলো মেসি
এবার লিওনেল মেসির হাত ধরে উড়তে থাকা ইন্টার মায়ামি মেজর লিগ সকারের ম্যাচে হোঁচট খেলো। মেসি যোগ দেয়ার পর থেকে টানা জিততে থাকা দলটি লিগে নিজেদের ২৪তম ম্যাচে এসে পয়েন্ট ভাগাভাগি করেছে। মেসিও মায়ামির হয়ে প্রথম জয়হীন ম্যাচ দেখলো।

আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৩০ মিনিটে ন্যাশভিলের মুখোমুখি হয় মায়ামি। ম্যাচটিতে গোল কিংবা অ্যাসিস্ট, কিছুই করতে পারেননি মেসি। এতে জয়ও পায়নি তার দল। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি-ন্যাশভিল। ভাগাভাগি করে পয়েন্ট। 

গত রবিবার ২৭ আগস্ট  রেড বুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হয় মেসির। ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামা মেসি ৮৭ মিনিটে গোল করে অভিষেক রাঙান দুর্দান্তভাবে। দল জিতে ২-০ গোলে।

তবে সে ধারাবাহিকতা আজ আর ধরে রাখতে পারেনি মেসিরা। লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা ন্যাশভিলের সঙ্গে ড্র করেই মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। 

এই ম্যাচের এক পয়েন্ট নিয়ে ১৫ দলের টেবিলে মেসির মায়ামির অবস্থান ১৪তম। ছয় জয়ের বিপরিতে তাদের পরাজয় ১৪ ম্যাচে, পয়েন্ট ২২। মেজর লিগ সকারে এটি মেসির দ্বিতীয় ম্যাচ ছিল। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস