, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আরও এক বিশ্ব রেকর্ড গড়লেন বাবর

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ০৮:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ০৮:০৯:০৯ অপরাহ্ন
আরও এক বিশ্ব রেকর্ড গড়লেন বাবর
এবার পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের কাছে রেকর্ড ভাঙা-গড়া যেন ‘ডাল-ভাত’। মাঠেই নামলেই নতুন নতুন কীর্তি গড়েন তিনি। গত ২৫ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছিলেন। আজ বুধবার ৩০ আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান।

এদিনও আরেকটি নতুন বিশ্ব রেকর্ড গড়লেন পাক কাপ্তান।  ইনিংসের হিসেবে দ্রুততম সময়ে ১৯টি ওয়ানডে সেঞ্চুরি হলো বাবরের।  বাবরের পাশাপাশি এদিন নেপালের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি করেছেন ইফতিখার আহমেদও।

বাবর ১৩১ বলে ১৫১ রান করে শেষ ওভারে গিয়ে থামেন বাবর। ইফতিখার সেঞ্চুরি করেন ৬৭ বলে, তিনি অপরাজিত থাকেন ৭১ বলে ১০৯ রানে। দুই জনের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে পাকিস্তান তুলেছে ৩৪২ রান। 

দ্রুততম ১৯ ওয়ানডে সেঞ্চুরি

ব্যাটসম্যান    ইনিংস
বাবর আজম    ১০২
হাশিম আমলা    ১০৪

বিরাট কোহলি    ১২৪
ডেভিড ওয়ার্নার    ১৩৯
এবি ডি ভিলিয়ার্স    ১৭১
 
এদিকে নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ১০২তম ইনিংস। দ্রুততম ১৯ সেঞ্চুরির তালিকায় বাবর ছাড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হাশিম আমলাকে। ১৯ সেঞ্চুরি করতে প্রোটিয়া সাবেক এই ব্যাটসম্যানের লেগেছিল ১০৪ ইনিংস।

এ তালিকায় বাবর-আমলার পর আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, তার লেগেছিল ১২৪ ইনিংস। এর আগে দ্রুততম সময়ে (৯৭ ইনিংস) ১৮টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন বাবর। 
সর্বশেষ সংবাদ
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী