আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটি।গত মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে আহ্বায়ক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুকে সদস্যসচিব করা হয়।
রাতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।