, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথম ওয়ানডে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৯:০১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ০৯:০১:৩১ পূর্বাহ্ন
প্রথম ওয়ানডে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা
আজ থেকে আবারও আন্তর্জাতিক ম্যাচে ফিরছে টাইগাররা। আর এবার ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আইপিএলের ঝাল আইরিশদের উপর ঝাড়তে প্রস্তুত লিটন কুমার দাস। ওপেনিংয়ে সঙ্গী তার ক্যাপ্টেন খান। একাদশে জায়গা পেতে লড়ায় করতে হবে ফিজকে। এবাদত, হাসানের পাশে খেলানো হতে পারে মৃত্যুঞ্জয়কে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুন এক সিরিজ জয়ের পর এবার মিশন তাদের বিপক্ষে তেমন কিছু করার। কিন্তু গতমাসের সিরিজের থেকে এই মাসের সিরিজটি বহন করছে অধিক তাৎপর্য। কেননা গত মাসের সিরিজটি ছিল শুধুই একটি দ্বিপাক্ষিক সিরিজ। আর এবারের সিরিজটি তার থেকেও বেশি। সাকিব-তামিমদের এশিয়া কাপের আগে একটা প্রস্তুতি মঞ্চো হতে যাচ্ছে এই সিরিজ তার উপরেও আবার টাইগারদের ওয়ানডে সুপারর লিগের শেষ সিরিজ এটি।

ইংল্যান্ডের মাটিতে তাই এই সিরিজটি খুবই গরুত্বপূর্ণ কোচ চণ্ডিকা হাথুরুসিংহের কাছে। এছাড়াও কয়েকটি পরীক্ষা নিরিক্ষ নিয়েও অপেক্ষ করছেন তিনি। তার মধ্যে সব থেকে বড় উধাহরণ ইয়াসির আলি রাব্বি। রাব্বি ছাড়াও মৃত্যুঞ্জয় চৌধুরীর সামনেও নিজেকে প্রমান করার বড় এক সুযোগ অভিষেক সিরিজে। বেশকিছু দিন ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করে সুয়োগ করে নিয়েছে জাতীয় দলে।

এছাড়াও ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে বড় চ্যালেঞ্জ অপেক্ষ করছে টাইগার পেসারদের সামনে। তবে সাকিব, তামিম , মুসফিকদের নিয়ে নিজেরের সেরা দলই নিয়ে গেছে আইরিশ বধের কৌশল নিয়ে। কিন্তু আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলবে না তা নিশ্চিত ভাবে বলা যেতে পারে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হাড়ানোর সামর্থ রাখে আইরিশরা। সে ক্ষেত্রে টাইগারদের সামনে বড় দুর্ঘটনা অপেক্ষা করছে টাইগারদের সামনে তা বলাই য়ায়। যেটা দেশ ছাড়ার আগে ইয়াসির আলি রাব্বিও শিকার করেছিলেন।

তাছাড়া এই সিরিজে আয়ারল্যান্ডও তাদের সেরা স্কোয়াড়টাই ঘোষণা করেছে। দলে ফিরেছে আইপিএল খেলতে থাকা যশ লিটল। তাই এই সিরিজে তামিমের দলকে আরে বেশি সতর্ক থাকতে হবে। অন্য দিকে প্রশ্ন আছে আয়ারল্যান্ডের বিষক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? ওপেনিংয়ে তামিম-লিটনের পাশে ওয়ানডাউনে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হাসান শান্ত।

এর পরে যথাক্রমে সাকিব-মুসফিক ও তরুন ক্রিকেটার তাওহীদ হৃদয়। গেল সিরিজেই অভিষেক হয়েছিল হৃদযয়ের। অভিষেক সিরিজেই নিজের প্রতিভা ও সমর্থের হিসেব জানান দিয়ে নিজেকে প্রমান করেছেন অসাধারন ভাবে। এই সিরিজেও তার দিকে নজর থাকবে আলাদা ভাবে। এছাড়া মিডিল অডারের ভরসা হতে হবে মেহেদি মিরাজকে। সাথে সাকিবের সাথে এক মাত্র স্পিনার হিসেবে তাকেই দায়িত্ব নিতে হবে ।

আর ইংলিশ কন্ডিশনে ৪ পেসার নিয়ে মাঠে নামতে পারেন চণ্ডিকা হাথুরুসিংহে। সেক্ষেত্রে অভিষেক হবে মৃত্যুঞ্জয়ের। কেননা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও মুটামুটি পারেন তিনি। আর বাকি তিন পেসারের তালিকায় থাকবেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। আজ  ৯ মে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংরাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবল, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস