, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সৌজন্য সাক্ষাতকালে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা হয়। বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!

অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!