, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কালীগঞ্জে রিসোর্ট মালিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ০৩:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ০৩:০৭:৪৭ অপরাহ্ন
কালীগঞ্জে রিসোর্ট মালিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সকল রিসোর্ট মালিক ও প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান, পরিদর্শক  (অপারেশন) সঞ্জয় সাহা প্রমুখ।

এ সময় ইউএনও উপস্থিত সকল রিসোর্ট মালিক ও প্রতিনিধিদের ভূমি ব্যবহার সংক্রান্ত বিভিন্ন আইন, পরিবেশ আইন, ১৯৯৫; কোম্পানি আইন, ১৯৯৪; বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন, ২০১৪ ইত্যাদির ক্ষমতাবলে অতিসত্ত্বর হাল লাইসেন্স ও নামজারি করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও ইউএনও বেশ কিছু রিসোর্টের বিরুদ্ধে অবৈধভাবে নিরীহদের জমি দখল, মাদক সরবরাহসহ অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগের বিষয়েও সতর্ক করেন।
সর্বশেষ সংবাদ