, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আউটকাম বেসড অ্যাডুকেশনে প্রবেশ করলো কুবি

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ০১:৫৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ০১:৫৯:৪২ অপরাহ্ন
আউটকাম বেসড অ্যাডুকেশনে প্রবেশ করলো কুবি
মো: আবুজার গিফারী ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে ৮ টি বিভাগকে এক বছরের জন্য আউটকাম বেসড অ্যাডুকেশনের (ওবিই) কারিকুলাম অনুমোদন ও স্নাতকোত্তরের নতুন রেগুলেশন অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।  মঙ্গলবার(২৯ আগস্ট) অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সকাল ১১ টা থেকে এই কাউন্সিল শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে নয়টায়। প্রায় সাড়ে এগারো ঘন্টা অ্যাকাডেমিক কাউন্সিল শেষে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য। 

অ্যাকাডেমিক কাউন্সিল সূত্রে আরো জানা যায়, ১৯ বিভাগের মধ্যে ৯টি বিভাগ আংশিক কারিকুলাম উপস্থাপন করেছে। তাদের আগামী ডিসেম্বরের মধ্যে পূর্নাঙ্গ কারিকুলাম উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে আর বাকি দুই বিভাগকে পূর্বের কারিকুলাম আগামী এক বছরের জন্য বর্ধিত করা হয়েছে।

এছাড়া একই অ্যাকাডেমিক কাউন্সিলে স্নাতকোত্তরের ডিগ্রি নেয়ার ক্ষেত্রে তিনটি পর্যায়ের অনুমোদন দেয়া হয়েছে। 'টট' নামে একটি পর্যায় রাখা হয়েছে সেখানে এক বছরের মেয়াদী ডিগ্রীতে শিক্ষার্থীরা শুধু থিওরি পড়বে। 'মিক্সড' নামে আরেকটি পর্যায় রাখা হয়েছে সেখানে শিক্ষার্থীরা থিওরি ও গবেষণা দুটোই পাবে। সর্বশেষ 'রিসার্চ' পর্যায়ের ডিগ্রির মেয়াদ হবে দুই বছর। এই দুই বছরে শিক্ষার্থীরা শুধুমাত্র গবেষণার সাথে সম্পৃক্ত থাকবে।

প্রসঙ্গত, আউটকাম বেইজড অ্যাডুকেশন বা ওবিই হলো এমন শিক্ষা কার্যক্রম যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর কী কী দক্ষতা এবং জ্ঞান থাকা প্রয়োজন সে বিষয়ে শিক্ষার্থীদের কী জানা এবং করতে সক্ষম হবেন তার একটি স্পষ্ট ধারণার উপর জোর দেওয়া হয়।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে