এবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বাংলাদেশে এসে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা মামলার বিচারকার্য পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই অনুরোধ জানান।
এ সময় দুদক আইনজীবী বলেন, ‘শ্রম আদালতে এলেই বুঝতে পারবেন ড. ইউনূস শ্রমিকদের সঙ্গে কী ধরনের প্রতারণা করেছেন এবং কীভাবে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। না দেখে সমালোচনা করাটা আমাদের সঙ্গে এক ধরনের অন্যায়।’
এই আইনজীবী বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনি (হিলারি ক্লিনটন) এলে সর্বাত্মক সহযোগিতা করব। আপনি যে কাগজপত্র চাইবেন সব কাগজপত্র দেওয়া হবে। শ্রম আদালত এবং হাইকোর্টের রায়ের কপি দেখানো হবে আপনাকে। সব কিছু দেখে পর্যবেক্ষণ করে আপনি আলোচনা-সমালোচনা করুন। না বুঝলে আপনি দুইজন এক্সপার্ট নিয়ে আসুন। তারপরে আপনি আপনার সিদ্ধান্ত দেন।’
এ সময় ফৌজদারি বিশেষজ্ঞ খুরশীদ আলম খান বলেন, ‘না জেনে, না বুঝে শুধুমাত্র আবেগের বশে পর্যবেক্ষণ দেওয়া আপনার মতো একজন নেতাকে মানায় না বলে মনে করি।’ এর আগে ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান হিলারি ক্লিনটন।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তার প্রয়োজনের মুহূর্তে সমর্থন করার জন্য আমার এবং ১৬০ জনের বেশি বিশ্বনেতার পাশে দাঁড়ান। তাকে ‘হয়রানি’ বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।’’