, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ০৬:২০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ০৬:২০:৩৪ অপরাহ্ন
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে
বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে চট্টগ্রামের মিরসরাইরে জিনাত কামাল তারিশা নামে এক পরীক্ষার্থী। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। জিনাত মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের শেখ আবুল কাশেম চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও মিঠানালা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন টুকুর মেয়ে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারিশার বাবাকে দাফন করা হয়। এর আগে রবিউল হোসেন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে মারা যান। এদিকে তারিশার বড় ভাই কমল গণমাধ্যমকে বলেন, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা গেছেন। আজ বেলা ১১টায় জানাজা শেষে আব্বাকে দাফন করা হয়। আমার একমাত্র ছোট বোনের এইচএসসি পরীক্ষা থাকায় সে মরদেহ রেখে পরীক্ষা দিতে যায়।

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জানাজায় গিয়ে জানতে পারি তার একমাত্র মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
সর্বশেষ সংবাদ
মধ্যরাতে সেন্টমার্টিনে আগুন, বীচ ভ্যালীসহ কয়েকটি ইকো রিসোর্ট পুড়ে ছাই

মধ্যরাতে সেন্টমার্টিনে আগুন, বীচ ভ্যালীসহ কয়েকটি ইকো রিসোর্ট পুড়ে ছাই