, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির নিষেধাজ্ঞা বাতিল করেছে পিএসজি!, ফিরলেন অনুশীলনে

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ০৮:১৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ০৮:১৬:৩৬ অপরাহ্ন
মেসির নিষেধাজ্ঞা বাতিল করেছে পিএসজি!, ফিরলেন অনুশীলনে
গত কয়েকদিনের সবচেয়ে চর্চিত নাম বোধহয় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়নের বিষয়, সৌদি আরব সফর, পিএসজির নিষেধাজ্ঞা ও শেষমেশ মেসির ক্ষমা প্রার্থনা- সবমিলিয়ে মেসিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। আর এই আলোচনার মাঝেই পিএসজিতে যোগ দিলেন মেসি, করলেন অনুশীলনও।

আজ সোমবার ৮ মে পিএসজি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসির অনুশীলনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘লিওনেল মেসি সোমবার সকালে ট্রেনিংয়ে ফিরেছে’। তবে মেসির হুট করে পিএসজির অনুশীলনে ফেরায় হতবাক ভক্তরা। কারণ পিএসজির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ যে ২ সপ্তাহের। এই সময়ের মাঝে তো মেসির অনুশীলন করার কোনো সুযোগ ছিল না।

তাহলে কীভাবে মেসি অনুশীলন করছেন। তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ধারণা করা হচ্ছে মেসির শাস্তির মেয়াদ কমিয়েছে পিএসজি কৃর্তপক্ষ। যার সুবাদেই অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমেই পরিষ্কার হওয়া গেল যে, মেসির সঙ্গে পিএসজির কথা হয়েছে। হয়তো চুক্তির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে দু-এক সপ্তাহের মধ্যেই।

এদিকে গুঞ্জন রয়েছে মেসির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে পারে পিএসজি। ক্লাবটির অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মেসিকে যে বড্ড দরকার ফরাসি ক্লাবটির। তাই সেই কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে পিএসজি। আর মেসির চুক্তিও যেহেতু আগামী মাসেই শেষ হচ্ছে, তাই মেসিকেও কোনো না কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কী সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন কিংবদন্তি এই ফুটবলার, সেই অপেক্ষায় ভক্তরা।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’