, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথমবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে নেপাল, শুভেচ্ছা জানালেন রিজওয়ান

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ১০:০৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ১০:০৯:৪৭ পূর্বাহ্ন
প্রথমবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে নেপাল, শুভেচ্ছা জানালেন রিজওয়ান
সম্প্রতি বিশ্বকাপে বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিলো নেপাল। এবার প্রথমবারের মতো এশিয়া কাপ মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। এরইমধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পাকিস্তানে পৌছেছে নেপাল ক্রিকেট দল। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকা নেপালি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

গতকাল ২৮ আগস্ট, সোমবার পিসিবির অফিসিয়াল পেইজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, মুলতানে টিম হোটেলে নেপালের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন রিজওয়ান।  ৪০ সেকেন্ডের সে ভিডিওতে সৌহাদ্যপূর্ণ পরিবেশে কথা বলতে দেখা যায় রিজওয়ানকে।

সে ভিডিওর কমেন্টে নেটিজেনদের অনেকেই রিজওয়ানের মানসিকতা প্রশংসা করেছেন। শ্রীধর নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'রিজওয়ান একজন বিনয়ী মানুষ এবং আমি জানি সেটা।... সে সবসময় কিছু বিশেষ দারুণ কিছু বয়ে আনে... নেপাল এবং পাকিস্তান বন্ধুত্ব দীর্ঘজীবী হোক..!! দুই দেশ বিভক্ত হলেও ক্রিকেটের দ্বারা আমরা একত্রিত।'

মনিশ পোখরেল নামে আরেকজন লিখেছেন, 'রিজওয়ান একটা রত্ন… এমন দুর্দান্ত খেলোয়াড়ের কাছ থেকে কী আতিথেয়তা এবং নম্র ব্যবহার!' এবার এশিয়া কাপ নিয়ে কম নাটকীয়তা হয়নি। পাকিস্তান এবং ভারতের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের তিক্ততা চলে আসে ক্রিকেটেও। আয়োজক পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হবে শ্রীলঙ্কায়ও। 

আগামীকাল ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপের আসর। উদ্বোধনী ম্যাচে মুলতানে নেপালের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। গ্রুপপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তান-নেপাল দুই দলকেই উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়। সেখানে ২ সেপ্টেম্বর, গ্রুপসঙ্গী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর ৪ সেপ্টেম্বর নেপাল অপর ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
সর্বশেষ সংবাদ