, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাঁচ দফা দাবিতে-ঠাকুরগাঁওয়ে রিক্সা,ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৬:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৬:৫৭:০৪ অপরাহ্ন
পাঁচ দফা দাবিতে-ঠাকুরগাঁওয়ে রিক্সা,ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইকে লাইসেন্স ফি তিন গুণ বৃদ্ধির প্রতিবাদে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার শ্রমিকদের চারটি সংগঠন। সোমবার সকালে জাতীয় রিক্সভ্যান শ্রমিক লীগ, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, রিক্সাভ্যান মালিক সমিতি এবং শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এই সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও রিক্সা ভ্যান শ্রমিকদের মাসিক আয় বাড়েনি। শহরে যাত্রী পরিবহনে ভাড়াও বাড়েনি। অথচ এসব রিক্সা ভ্যানের পৌর ফি বেড়েছে তিন গুণ। এমতাবস্থায় পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকের উপর সরকার নির্ধারিত সাড়ে ৬শ টাকার স্থলে ফি বাড়িয়ে বাড়িয়ে বাৎসরিক দুই হাজার টাকা করেছে।
পৌরসভা কর্তৃক বর্ধিত ফি বাতিল করা না হলে আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বৃহত্তর  আন্দোলনের হুশিয়ারীদেন বক্তারা।

এ সময় বক্তব্য দেন- জাতীয় রিক্সভ্যান শ্রমিক লীগের সভাপতি আলম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, রিক্সাভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মাহাবুব আলম রুবেল প্রমুখ।

এ ব্যাপারে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বলেন, আগে প্রতিদিনের ইজিবাইক প্রতি ১০টাকা হারে যে টোল আদায় করা হতো তা বন্ধ করে গাড়ি প্রতি বছরে লাইসেন্স ফি বাবদ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস