, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্কুল শেষে ফেরা হলো না আরাবের!

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
স্কুল শেষে ফেরা হলো না আরাবের! ছবি: সংগৃহীত
স্কুল ছুটির পর বই খাতা হাতে নিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া বাস কেড়ে নিল শিশু ছাত্র আরাব মিয়ার (৬) প্রাণ। আজ সোমবার সকালে এমন ঘটনা ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পাঁচপাড়া এলাকায়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আরাব মিয়া স্থানীয় পাঁচপাড়া মহল্লার পুলিশ সদস্য মো.আল-আমীনের ছেলে। সে স্থানীয় আমিন ইসলামিক স্কুলে শিশু শ্রেনিতে পড়ে।

আজ সোমবার পরীক্ষা শেষে অন্যদের সঙ্গে সেও সড়ক পাড় হয়ে বাড়িতে যেতে চাইছিল। এ সময় অন্য সহপাঠিরা সড়ক পাড় হতে পারলেও তাকে বিপরীত দিক থেকে আসা তাড়াইল থেকে ঢাকাগামি রুহান পরিবহন পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলেও বাসটিকে আটকাতে পারেনি।

এ অবস্থায় বিক্ষুব্ধ লোকজন উভয় দিক থেকে আসা সকল ধরনের যানবাহন আটকে দেয়। পরে হাইওয়ে ও নান্দাইল থানার পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমার জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করায় দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সর্বশেষ সংবাদ
ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান