, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৪:১১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৪:১১:১৮ অপরাহ্ন
আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) থেকে: বগুড়ার আদমদীঘি উপজেলার  সান্তাহারে ৫ গ্রাম হেরোইনসহ হযরত আলী খাঁন (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। রোববার রাতে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী খাঁন ওই এলাকার মৃত ছোলেমান খাঁনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় নিজ বসতবাড়ির সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা মাদকদ্রব্য ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে হযরত আলী খাঁনের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
 
 
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব