, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে পিকনিকের নৌকার পাখায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৩:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৩:২০:৫৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে পিকনিকের নৌকার পাখায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু  প্রতীকী ছবি
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের কামারখন্দের ফুলজোড় নদীতে ইঞ্জিন চালিত নৌকার পাখার সাথে ওড়না পেঁচিয়ে  সুফিয়া খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ভদ্রঘাট গ্রামের সিরাজুলের স্ত্রী।

কামারখন্দ পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভদ্রঘাট থেকে শাহজাহাদপুরের উদ্দেশ্যে ২৫-৩০ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা পিকনিকে যাচ্ছিলেন । নৌকাটি কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে নৌকার পিছনে বসে থাকা ওই নারী নদীতে পড়ে যায় ও নৌকার পাখার সাথে গুরুতর আহত হয়ে ঘটনার স্থলে মারা যায়।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গণস্বাস্থ্য ও টেক্সটাইলের ২৫-৩০ জন পিকনিকের উদ্দেশ্যে নৌকায় যাচ্ছিলো। এসময় নৌকার পিছনে বসে থাকা নারী হঠাৎ করে নদীতে পড়ে যায় এবং নৌকার পাখার সাথে গুরুতর আহত হয়ে মারা যায়।
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা