, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মদিনার মসজিদে নববীর ইমাম মারা গেছেন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ০৭:০৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ০৭:০৩:২৭ অপরাহ্ন
মদিনার মসজিদে নববীর ইমাম মারা গেছেন
পবিত্র মদিনার মসজিদে নববীর ইমাম আল শেখ ক্বারী মুহাম্মাদ খলিল মারা গেছেন। তার মৃত্যুতে অনুসারী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

দীর্ঘ বছর ধরে ক্বারী মুহাম্মাদ খলিল মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মসজিদ আল কাবারও ইমাম চিলেন। মুসলিম বিশ্বে তিনি অত্যন্ত সুপরিচিত এক ইমাম ছিলেন। তার সুরেলা কুরআন তেলাওয়াত এবং ইসলামিক জ্ঞান যে কাউকে মুগ্ধ করত। 

আজ সোমবার ৮ মে স্থানীয় সময় মাগরিবের নামাজের পর মসজিদ আল নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জীবনের দীর্ঘ সময় তিনি এখানে অতিবাহিত করেছেন। 
 
তার জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। যাদের মধ্যে রয়েছে সৌদি ও বিদেশি নাগরিক।  তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে মুসলিম কমিউনিটি। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস