রাব্বি সরকার, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে শশুরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মেয়ের জামাই তানজিল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শাশুড়ি ফাতেমা আক্তার। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আয়ূবপুর ইউনিয়নের চন্দনদিয়া আবদুল সাত্তার মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী ফাতেমা আক্তার জানান, আমার বড় মেয়ে খাদিজা আক্তার (২২) কে বিগত চার বছর পূর্বে একই গ্রামের মৃত কবির হোসেন এর ছেলে তানজিল মিয়া (২৫) এর সহিদ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ প্রদান করি। কিন্তু বিয়ের পর হইতে জামাই তানজিল আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত আমি আমার মেয়ের সুখের কথা চিন্তা করিয়া নগদ এক লক্ষ টাকা প্রদান করি। কিন্তু সে যৌতুক লোভী হওয়াতে আমার মেয়েকে প্রায় সময় টাকা পয়সার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয়। বিগত এক মাস যাবৎ আমি টাকা পয়সা দিতে না পারায়, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার মেয়ে আমার বাড়িতে অবস্থান করিতেছে।
গত ২৩ আগস্ট অনুমান ৭ ঘটিকা সময় সে আমার বাড়িতে আসিয়া আমাকে ও আমার মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি ও আমার মেয়ে তার ভয়ে প্রতিবেশী নজরুল এর বাড়িতে আশ্রয় নিলে আমার বসত ঘরের ফ্রিজ, টিভি, সোকেজ, আলমারি সহ বিভিন্ন ফার্নিচারসহ আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান এক লক্ষ টাকার ক্ষতির সাধন করে এবং স্টিলের আলমারির ড্রয়ারের মধ্যে থাকা নগদ ৬০ হাজার টাকা চুরি করিয়া নিয়া যায়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করিয়া আপোষ মীমাংসায় ব্যর্থ হয়ে শনিবার বিকেলে মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
তানজিল মিয়ার মা এ বিষয়ে জানান, আমার ছেলের বউ কিছু হলে বাপের বাড়ি চলে যায়। শশুরবাড়িতে হামলা, ভাংচুর করছে এটা ঠিক করেনি।