, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে বিদ্যুতায়িত হয়ে তরুণ খামারির মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০৬:৪১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০৬:৪১:২২ অপরাহ্ন
ঘোড়াঘাটে বিদ্যুতায়িত হয়ে তরুণ খামারির মৃত্যু
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে নিজের তৈরী পাতানো ফাঁদে পড়ে সালমান ফারসি নামে ২২ বছর বয়সী এক তরুণ খামারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার চৌরিগাছা গ্রামে নিজ বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায়। তিনি উপজেলার ১নং বুলাকীপুর ইউপির চৌরিগাছা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, প্রায় ৮ বছর থেকে সালমান পড়াশুনার পাশাপাশি নিজ বাড়ি পাশে বাঁশের বেড়া দিয়ে ১টি মুরগির খামার করেন। কিন্তু দিন দিন ওই খামারে বিড়ালের উৎপাত বেড়ে যাওয়ায় এবং ব্যবসায় লোকসান হতে থাকে। সেকারণে বিড়ালের উৎপাত ঠেকাতে বুদ্ধি করে খামারের চারদিকে গুনার তার দিয়ে ঘিরে একটি ফাঁদ তৈরি করেন এবং সেই তারে প্রতিদিন রাতে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখে সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন। এরই ধারাবাহিকতায় সালমান প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতেও সেই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন ঠিকই কিন্তু সকালবেলা মনের ভুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে খাবার দিতে গিয়ে কোন এক পিচ্ছিল স্থানে পা স্লিপ করে পরে যান। এ সময় তার ডান হাত বিদ্যুতায়িত ওই তারে জড়িয়ে যায়।

এ ঘটনার কিছু সময় অতিবাহিত হয়ে গেলে সালমানের মা চুলা ধরানোর জন্য দিয়াশলাই নিতে খামারে এসে দেখতে পায় তার ছেলে বিদ্যুতায়িত তারে জড়িয়ে খামারের বাহিরে পরে আছে। এ সময় তার আত্মচিৎকারে এলাকার লোকজন এসে সালমানকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ওই ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নারগিস আকতার।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিত লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা