, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নরসিংদীতে জুট গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০৬:০৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০৬:০৩:৫৮ অপরাহ্ন
নরসিংদীতে জুট গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি 
রাব্বি সরকার, নরসিংদীর প্রতিনিধি: নরসিংদী শহরের পরিত্যক্ত একটি কাপড়ের জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে একজন আহত সহ ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ আগস্ট)  মধ্যরাত ৩ টায় সময় শাপলা চত্বর বাংলালিংক টাওয়ারের পাশে নয়ন মিয়ার  জুটের তিনটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ নামে। পরবর্তীতে আজ রবিবার সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। 

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান, রাতে অগ্নিকান্ডের ঘটনা খবর শুনে আমাদের তিনটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে যায়। সারারাত আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করেছি। এই সময় গোডাউন গুলো থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোন ঘটনা থেকে আগুনের সূত্রপাত সেটা এখনও বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

প্রতিষ্ঠানটির মালিক নয়ন মিয়া বলেন, গতকাল শনিবার মধ্যরাত আড়াইটার সময় হঠাৎ করেই আমার গোডাউনে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে সবকিছু। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে রাতে ফায়ার সার্ভিস আসে। তারা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে। সব মিলিয়ে আমার ১৩ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সহ আমার একজন কর্মচারী রুবেল (৩৪) নামে একজন আহত হয়েছে। তার চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা