, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্রহ্মপুত্রের পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল সহ আমন আবাদ 

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০৪:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০৪:৫১:২৬ অপরাহ্ন
ব্রহ্মপুত্রের পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল সহ আমন আবাদ 
চিলমারী(কুড়িগ্রাম) উপজেলা থেকে: উজান থেকে নেমে আসা পানির ঢল ও বৃষ্টির কারণে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন আমন চাষীরা। চলমান আমন মৌসুমে খরায় ধকল পুষে ওঠে আমন ধানের চারা রোপন করেছেন কৃষকরা। তবে খরার পর এবার চতুর্থ দফায় সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে আমন ধানের চাষা। এতে করে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের।

চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রনয় বিষাণ দাস জানিয়েছেন, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ৮হাজার ২’শ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে চতুর্থ দফার বন্যায় ৪৫০হেক্টর আমন ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে। এছাড়াও ৪৫ হেক্টর সবজি খেত তলিয়ে গেছে। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের খোঁজ নিয়ে ক্ষতি পুষিয়ে ওঠতে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে চলমান বন্যায় চিলমারী পয়েন্টে রবিবার দুপুর তিনটায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৪০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছেন গ্যাজ রিডার জোবাইর হোসেন জনি। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে নদের তীর উপচে এ উপজেলার নিম্ন অঞ্চল ও সমতল এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন ওই সব এলাকার বাসিন্দারা।

উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতার বাসিন্দা মাজেদুল ইসলাম জানান, তিন দিন থেকে বাড়িতে পানি বন্দী অবস্থায় রয়েছেন। রান্না করে খাওয়া নিয়ে বিপাকে পড়তে হয়েছে। বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আমাদের এই জায়গায় ৯ থেকে ১০টি পরিবার রয়েছে তারা সকলেই পানিবন্দী অবস্থায় রয়েছেন।  

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম জানান, চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে আগামীকাল মিটিং ডাকা হয়েছে বরাদ্দকৃত চাল বণ্টনের জন্য। পরশুদিন থেকে পানিবন্দীদের খাদ্য সহায়তা প্রদান করা হবে।
সর্বশেষ সংবাদ