, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপজয়ী মেসিকে তিন ম্যাচে পাবে না মিয়ামি

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০১:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০১:২৪:৩৩ অপরাহ্ন
বিশ্বকাপজয়ী মেসিকে তিন ম্যাচে পাবে না মিয়ামি
অবশেষে মেজর লিগ সকারে দীর্ঘদিন পর জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ১২তম ম্যাচে এসে লিগে জয়ের মুখ দেখল টেবিলের তলানিতে থাকা ক্লাবটি। এমন জয়ের পর কোচ টাটা মার্টিনো বলেছেন, লিওনেল মেসিকে ছাড়া জেতা শিখতে হবে। কারণ তিন ম্যাচে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে পাওয়া যাবে না।
 
মার্টিনো বলেছেন, ‘আমরা জয়ের গুরুত্ব বুঝি এবং এভাবে জয়কে আমরা গুরুত্ব দেই। আমরা এটাতে অভ্যস্ত হতে চাই। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই। সেসময় জাতীয় দলে খেলতে অন্তত তিনটি ম্যাচে মেসি থাকতে পারবেন না। অন্য খেলোয়াড়রাও থাকবে না এবং আমরা জানি দলের এসময় জয়ের প্রয়োজন।’
 
এদিকে মেজর লিগে অভিষেক ম্যাচে সেরা একাদশে ছিলেন না মেসি। খেলেছেন শেষ ৩০ মিনিট, প্রভাব ফেলেছেন পুরো স্টেডিয়ামে। প্রথম গোলের দেখাও পেয়েছেন খেলা শেষের শেষ মুহূর্তে।

মার্টিনো বলছেন, ‘ক্রুজ আজুল ম্যাচের পর এই প্রথম আমরা তাকে ছাড়া খেললাম। তাকে ছাড়া প্রথম একঘণ্টায় তার সতীর্থরা বেশ ভালো খেলেছে। ম্যাচের বেশিরভাগ সময় আমরা খেলার নিয়ন্ত্রণ করেছি এবং এগিয়ে ছিলাম। আমাদের এটা করতে হবে যেন আমরা বুঝতে পারি, যেন তাকে ছাড়াও আমরা জিততে পারি।’
 
এদিকে ৩৬ বর্ষী মেসি মেজর লিগের আগে খেলেছেন লিগস কাপে। শিরোপা জেতার পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন। সাত ম্যাচে করেছিলেন ১০ গোল। ইউএস ওপেনের সেমিফাইনাল জিতে ফাইনালে গেছে মিয়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১।

এদিকে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি যোগ দেয়ার আগে মেজর লিগের শেষ দলটির নাম ছিল মিয়ামি। টানা ১১ ম্যাচ হারার রেকর্ড সঙ্গী ছিল। মেসি মিয়ামিতে যোগ দেয়ার পর সবকিছুই পাল্টে গেছে। একটি শিরোপা জিতে আরেকটি শিরোপার কাছাকাছি রয়েছেন বিশ্বজয়ী মেসি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা