গলাচিপা (পটুয়াখালী) থেকে: জীবনের অনেক সময় কেটেছে ঝুপড়ি ঘরে। অনেক কষ্টে জীবন পার করেছেন আব্দুর রহিম ও তার স্ত্রী। তাদের কোন সন্তান নাই। আব্দুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। একটি ফেইজবুক পোস্টের মাধ্যমে রাজধানীর শান্তিনগর চামেলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জানতে পারে লোকটির ঘর নাই। অসহায় আব্দুর রহমানের একটি ঘর দিবেন ভাবছেন। সেই ভাবনা থেকেই অসহায় লোকটিকে ঘরের ব্যবস্থা করেছেন তিনি।
এই মহৎ কাজে সার্বক্ষণিক দেখাশোনা ও যোগাযোগ রক্ষা করেন, চর আগস্তি বহুমুখী মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আল- আমীন ও গলাচিপা কাসেমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান এবং উপজেলা ইমাম পরিষদ ডাকুয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
আজকে রবিবার পরিবারের কাছে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়েছে এ সময়ে উপস্থিত ছিলেন, চর আগস্তি বহুমুখী মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান (দাঃ বাঃ), গলাচিপা লঞ্চঘাট ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা- জনাব মুহতারাম মোশাররফ হোসাইন মাতব্বর, হযরত মাওলানা মোঃ ইমরান হোসাইন, জনাব মোঃ সাদিকুর রহমান (ঢাকা) ও জনাব আরিফুর রহমান জুয়েল মাওলানা মাহাতাব হোসাইন, হাফেজ মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তরর্গ।