, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উত্তরে হিট অফিসার নিয়োগ দেয়, আর দক্ষিণে গাছ কাটে: মামুনুর রশীদ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ০৫:১১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ০৫:১১:২৫ অপরাহ্ন
উত্তরে হিট অফিসার নিয়োগ দেয়, আর দক্ষিণে গাছ কাটে: মামুনুর রশীদ
অভিনয়শিল্পী, নাট্যনির্দেশক ও সংগঠক মামুনুর রশীদ বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটিতে ৬০০ গাছ কেটে ফেলা হলো, আর হাস্যকর ব্যপার হচ্ছে: নগর উত্তর (উত্তর সিটি করপোরেশন) চিফ হিট অফিসার নিয়োগ দেয়।’ আজ সোমবার ৮ মে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ধানমন্ডি সাত মসজিদ সড়ক বিভাজকে গাছ কাটা বন্ধ এবং কাটা গাছের স্থানে দেশি গাছ রোপণের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘চিফ হিট অফিসার’ কী করবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাপ কমানোর জন্য তো তিনি গাছ লাগাবেন। আর এদিকে কয়েক দিনের মধ্যে ধানমন্ডি সাত মসজিদ সড়ক বিভাজক থেকে ৬০০ গাছ কেটে ফেলা হলো।’ ঢাকার সব খাল, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে উল্লেখ করে মামুনুর রশীদ বলেন, ধানমন্ডির জলাশয়গুলো ভরাট করা হয়েছে, এমনকি লেকের পাশের ঘন জঙ্গলও ভরাট করা হয়েছে। ধানমন্ডিকে এখন পুরোপুরি একটা বাণিজ্যিক এলাকায় রূপান্তর করা হয়েছে।
 
‘মেগা সিটিগুলো সবুজায়নকে প্রাধান্য দেয়। সেখানে আমাদের দেশে গাছ কাটা হয়। কনক্রিটের সিটি বলা হয় নিউইয়র্ককে, কিন্তু সেখানেও প্রচুর সবুজায়ন রয়েছে,’ যোগ করেন তিনি। তিনি জানান, ধানমন্ডি-২ নম্বর থেকে শুরু করে ২৭-এর শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৩০০ রেস্টুরেন্ট রয়েছে। মানুষ কি শুধু খাবেই? খাওয়া ছাড়া কি আর কোনো কিছু পাবে না তারা? প্রশ্ন রাখেন তিনি। 
 
এদিকে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই সংগঠক বলেন, শুধু ঢাকা শহরে নয়, দেশের যত গাছ আছে তা বাঁচাতে তরুণদের এগিয়ে আসতে হবে। যেখানে গাছ কাটা হবে, সেখানেই প্রতিরোধ করা হবে। 
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রমুখ।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে