, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কার ফাঁদে পা দিয়েছেন পরীমণি!

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ০৮:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ০৮:০৪:৪৫ অপরাহ্ন
কার ফাঁদে পা দিয়েছেন পরীমণি! ছবি: সংগৃহীত
এ যেন রহস্যে ঘেরা, অদৃশ্য এক শক্তির ছোঁয়া! আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। যার প্রমাণ মেলে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের ট্রেলারে।

পরীমণি এটিতে উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেন। সিনেমা হিট করতে পাফ ড্যাডির শরণাপন্ন হন পরীমণি! পা দেন তার পাতানো ফাঁদে। হন অন্তরঙ্গ। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এটির ট্রেলার গত বৃহস্পতিবার প্রকাশ পায়।

২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, পরীমণি ছাড়াও রাজনীতিবিদ সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও ‘পাফ ড্যাডি’র রহস্যজালে আটকে পরতে দেখা যায়। সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি!

জানা গেছে, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। ২০১৯ সালে ওয়েব সিরিজ ‘প্যাফ ড্যাডি’র শুটিং শুরু হয়। পরবর্তীতে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে এটি।

‘পাফ ড্যাডি’ যৌথভাবে পরিচালনা করেছেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সজল নূর, পরীমণি, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’