, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইন করে কোরআন পোড়ানো নিষিদ্ধ করছে ডেনমার্ক

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ০৬:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ০৬:৩১:২৫ অপরাহ্ন
আইন করে কোরআন পোড়ানো নিষিদ্ধ করছে ডেনমার্ক
এবার জনসম্মুখে কোরআন পোড়ানোকে অবৈধ ঘোষণা করতে চলেছে ডেনিশ সরকার। নতুন আইনে মুসলিমদের পবিত্র এ গ্রন্থ পোড়ানোর শাস্তি হতে পারে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড। মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষিতে দেশটি গতকাল শুক্রবার এ পরিকল্পনার কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।

এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, এই পদক্ষেপটি বাকি বিশ্বের জন্য একটি "গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা" বহন করবে। দেশটির বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড বলেন, ডেনিশ আইন ধর্মীয় তাৎপর্যপূর্ণ বিষয়ে অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনা ছিলো "বিদ্বেষ" উস্কে দেয়ার লক্ষ্যে বিবেচনাহীন পদক্ষেপ। তবে সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি দেশটিতে জনসম্মুখে কোরআন পোড়ানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কাও তৈরি হয়েছে। 

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকার জানিয়েছে, কোরআন পোড়ানোর পর ডেনিশ কর্তৃপক্ষ বেশ কয়েকটি পরিকল্পিত "সন্ত্রাসী" হামলাকে ব্যাহত করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নতুন আইনে কোরআনের পাশপাশি বাইবেল পোড়ানোকেও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। তবে প্রস্তাবটি কবে ডেনিশ পার্লামেন্টে উপস্থাপন করা হবে তা এখনও অস্পষ্ট। 
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ