, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওয়ানডে দলে ফিরতে ডিপিএলে চোখ লঙ্কান তারকার

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ০৩:৪৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ০৩:৪৫:৫৪ অপরাহ্ন
ওয়ানডে দলে ফিরতে ডিপিএলে চোখ লঙ্কান তারকার
গত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে চার বছর পর দলে ফেরানো হয়েছিলো দিমুথ করুণারত্নেকে। এর আগে করুণারত্নে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালে। বিশ্বকাপ দিয়েই শ্রীলঙ্কার ওয়ানডে দলে প্রত্যাবর্তন হলেও করুণারত্নের ফেরাটা লম্বা হয়নি খুব বেশি। মাঝের এই চার বছরে ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি এই ওপেনার। এবার শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। ওয়ানডে ফরম্যাটে এই টুর্নামেন্ট খেলে সাদা বলের ক্রিকেটে থিতু হতে চান তিনি।

এদিকে ডিপিএল খেলতে এসে নিজের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন দিমুথ করুণারত্নে। টেস্ট দলে জায়গাটা পাকা হলেও রঙিন পোশাকেও নিজেকে সাবলীল দেখতে চান তিনি। করুণারত্নে বলেন, 'গত বিশ্বকাপের পর থেকে আমি দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেট খেলছি। তারপরে আমি শ্রীলঙ্কার হয়ে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছি এবং তারপরে ক্লাব ক্রিকেটের জন্য কয়েকটি ম্যাচ খেলেছি, আর কিছুই না এবং শুধু প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছি।'

সাদা বলের ক্রিকেটে সেরা ছন্দে ফিরতে ডিপিএলকে মঞ্চ ভাবছেন লঙ্কান টেস্ট অধিনায়ক। ঢাকা লিগে রান করে শ্রীলঙ্কা ওয়ানডে দলে নিজের প্রত্যাবর্তনের কথা ভাবছেন করুণারত্নে। কেবল টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচিত না হয়ে ওয়ানডেতেও সমান পারদর্শিতা দেখাতে চান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। 'ফরম্যাট পরিবর্তন করা কিছুটা কঠিন কিন্তু আমি মনে করি আমি ফরম্যাট পরিবর্তন করতে পারা যথেষ্ট ভালো। সাদা বলের ক্রিকেটে ফিরে আসার জন্য ডিপিএল আমার জন্য ভালো পথ। প্রথম ম্যাচে ভালো সময় কাটিয়েছি এবং এটা আমাকে শ্রীলঙ্কায় জাতীয় দলে ফেরার জন্য আত্মবিশ্বাস দেবে।'

গত ২০১৯ সালে শ্রীলঙ্কা ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে লাসিথ মালিঙ্গাকে সরিয়ে দিমুথ করুণারত্নেকে বেছে নেওয়া হয়। এখন সে দলে নিজেই ব্রাত্য হয়ে পড়লেন করুণারত্নে। নির্বাচকদের নতুন চিন্তায় সাদা বলের ক্রিকেটে করুণারত্নে নেই বললেই চলে। নির্বাচকরা চান, ভিন্ন ফরম্যাটের জন্য বিশেষায়িত দল গড়তে। করুণারত্নে মনে করেন, সেরকম দল গড়তে পর্যাপ্ত ক্রিকেটার নেই শ্রীলঙ্কায়।

তিনি বলেন,  'নতুন নির্বাচকরা ভিন্ন কিছু বলছেন এবং তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন । তারা শ্রীলঙ্কা দলে যে পরিবর্তন আনতে চায় তা আমি সম্মান করি। তবুও আমি ভাবছি যে আমি (ওয়ানডে দলে) খেলতে পারি। কারণ আমাদের সংস্কৃতিতে ইংল্যান্ডের মতো আমাদের খুব বেশি ক্রিকেটার নেই ।  (তিন ফরম্যাটের জন্য আলাদা ক্রিকেটার) তাদের অনেক ক্রিকেটার আছে কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না। আমাদের সীমিত ক্রিকেটার রয়েছে।'

গত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর করুণারত্নে ওয়ানডে খেলছেন এই ৪ বছরে মাত্র ৯টি। তার মধ্যে ৩টি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। আর দুই সিরিজ মিলিয়ে বাকি ৬টি ওয়ানডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২০ এবং ২০২১ সালে। এরপর থেকে ওয়ানডে দলের বাইরে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার।   

এদিকে করুণারত্নে আরো বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের এমন একজন দরকার যে ৪০তম ওভার পর্যন্ত ব্যাট করতে পারে। আমি নির্বাচকদের জানতে চাইবো না যে কবে দলে ফিরবো। কারণ আমি যথেষ্ট ভাল হলে তারা আমাকে ডাকবে। আমি নির্বাচকদের তাড়া করতে চাই না কারণ আমি সেরকম পর্যায়ে এখনো নেই। (দলে ফিরতে) আমি রান করতে চাই এবং ব্যাট হাতে কথা বলতে চাই'

ডিপিএলে নিজের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৭০ রানে অপরাজিত থেকে শাইনপুকুরকে ম্যাচ জেতান করুণারত্নে।  এমন পারফরম্যান্সে রেলিগেশন লিগে শাইনপুকুরের গুরুত্বপূর্ণ জয়ে অবদান রাখেন তিনি। এছাড়া প্রিমিয়ার ডিভিশনে টিকে থাকার লড়াইয়ে অগ্রনী ব্যাংকের বিপক্ষে ২১ রান আসে এই লঙ্কান ক্রিকেটারের ব্যাট থেকে। সে ম্যাচেও জয় পায় শাইনপুকুর।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান