এক সময় ধীর গতির ইন্টারনেট, নিম্ন স্পেসিফিকেশনের মোবাইলের জন্য ফেসবুক নিয়ে আসে ম্যাসেঞ্জার লাইট। বার্তা আদান প্রদান সঠিকভাবে করা গেলেও ম্যাসেঞ্জারের সব সুবিধা ছিল না এতে। খবর টেকক্রাঞ্চের।
তবে আগামী সেপ্টেম্বর মাস থেকে অ্যাপটি বিদায় নিচ্ছে। ইতোমধ্যে গুগল প্লেস্টোর থেকে বিদায় নিয়েছে জনপ্রিয় অ্যাপের এই সংস্করণ।
এদিকে ফেসবুক জনানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বরে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে। এখন কেউ অ্যাপটি ব্যবহার করতে গেলে মূল অ্যাপ ব্যবহার করতে বলা হচ্ছে।
মেসেঞ্জার লাইট অ্যাপ সারা বিশ্বে প্রায় ৭৬ কোটিবার ডাউনলোড হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে ভারতে। পরের অবস্থানে রয়েছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। এই তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে আট নম্বরে।