, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


চন্দ্রযান অবতরণের স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ বলে ঘোষণা দিলেন মোদি

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ১২:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ১২:০৫:৩২ অপরাহ্ন
চন্দ্রযান অবতরণের স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ বলে ঘোষণা দিলেন মোদি
এবার চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে সেই স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মোদি এই নামকরণ করেন। আজ শনিবার ২৬ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এদিকে মোদি বলেন, চাঁদে যে স্থানে কোনো দেশের যান অবতরণ করে, সে স্থানের নামকরণের বিষয়টি প্রথার মতো এবং এ কারণেই বিক্রম ল্যান্ডার যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখন থেকে সেই জায়গা পরিচিত হবে “শিব শক্তি পয়েন্ট” নামে।

এর আগে ২০১৯ সালে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ চাঁদে গিয়ে বিধ্বস্ত হয়। এদিন চন্দ্রযান-২ বিধ্বস্ত হওয়ার স্থানটিকে মোদি ‘তেরঙা পয়েন্ট’ নামে অভিহিত করেন। এ বিষয়ে মোদি বলেন, ভারত চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাশ করার স্থানেরও নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।
 
মোদি এদিন আরও একটি ঘোষণা দেন। সেটি হলো, এখন থেকে প্রতিবছর ২৩ আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। তিনি বলেন, ‘অনাগত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনুপ্রেরণা দিতে এখন থেকে এই দিন উদ্‌যাপন করা হবে।’

এর আগে গত ২৩ আগস্ট চাঁদের বুকে নামে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলতার সঙ্গে ও নিরাপদে মহাকাশযান অবতরণের ইতিহাস গড়ে ভারত। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রযান-৩-এর নিরাপদ অবতরণ হয় বলে জানায় বিবিসি। এর আগের সব অভিযান ছিল বিষুব রেখার কাছে চন্দ্রপৃষ্ঠে। পানির খোঁজে দক্ষিণ মেরুতে অভিযান এই প্রথম।
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে: সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে: সারজিস