, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের ৫ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বন্যার আশঙ্কা দুই জেলায়

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ১০:৩৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ১০:৩৪:০৩ পূর্বাহ্ন
দেশের ৫ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বন্যার আশঙ্কা দুই জেলায়
এবার মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবার উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগেও।

আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের বেশির ভাগ জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামীকাল সকাল ৬টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তত্সংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর ফলে উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, কুলিক, টাঙ্গন ও পুনর্ভবা এবং উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, যাদুকাটা, ভোগাই-কংস ও সারিগোয়াইন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, তিস্তার পানি বিপত্সীমার ওপরে উঠলেও এটি স্বল্পমেয়াদি।
 
এদিকে নীলফামারী প্রতিনিধি জানায়, তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার চরাঞ্চলের পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, খগাখড়িবাড়ী ইউনিয়নের ১৫টি গ্রামের অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

এদিকে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, শুক্রবার সকাল থেকে পানি বাড়ছে। এতে তিস্তাপারের মানুষজন আবারও বন্যার শঙ্কায় আছেন। এদিকে লালমনিরহাটেও বাড়ছে তিস্তার পানি। এতে নতুন করে বন্যার আশঙ্কা করছে নদীপারের মানুষ। লালমনিরহাট প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা