, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আরো এক ফাইনাল খেলতে কাল মাঠে নামছে মেসির মায়ামি

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ১০:১৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ১০:১৮:৪০ পূর্বাহ্ন
আরো এক ফাইনাল খেলতে কাল মাঠে নামছে মেসির মায়ামি
বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির সংস্পর্শে দৃশ্যপটে বদল এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির। মাঠ ও মাঠের বাইরে সব জায়গাতেই ভিন্ন এক রূপকথার চিত্রকল্প পেয়েছে ডেভিড বেকহামের দলটি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন অধিনায়কের জাদুতে আরেকটি শিরোপা উঁচিয়ে ধরার সামনে ‘দ্য হেরনস’রা।

এদিকে মেসির অতিমানবীয় পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের শতবর্ষীয় টুর্নামেন্ট ইউএস ওপেন কাপের শেষ চারে আসরের অন্যতম শক্তিশালী ক্লাব সিনসিনাটিকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

এই ম্যাচে গোল না পেলেও মায়ামির তিন গোলের দুইটির উৎসই মেসি। মেসির অ্যাসিস্ট থেকে মায়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো কাম্পানার। আর এখন পর্যন্ত মায়ামির হয়ে মোট ১০ গোলে অবদান রয়েছে মেসির। এর মধ্যে আট ম্যাচে তিনটি অ্যাসিস্টে নাম জড়িয়েছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

এদিকে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি মেসি। সেখানে নিজের সপ্তম ম্যাচেই লিগ কাপ শিরোপা জিতেছেন তিনি। এবার মেসির সামনে হাতছানি ঐতিহ্যবাহী ইউএস ওপেন কাপ শিরোপার। যেখানে মেসিদের প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো।

গত বৃহস্পতিবার ২৪ আগস্ট ইউএস ওপেন কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়েল সল্ট লেককে ৩-১ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হাউস্টন ডায়নামো। আগামীকাল রবিবার ২৭ সেপ্টেম্বর ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে হাউস্টন ডায়নামো। এই ম্যাচে জয় পেলেই ক্যারিয়ারের রেকর্ড ৪৫তম শিরোপায় নাম তুলবেন আকাশি-নীল শিবিরের রাজপুত্র।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা