গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সবশেষ বাংলাদেশ দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বিশ্রামের কথা বলে জাতীয় দল থেকে বাদ পড়েন টাইগার অলরাউন্ডার। ব্যাট হাতে ছন্দে থাকার পরও বেশ কয়েকটি সিরিজে নিজের জায়গা হারান তিনি। এরপর এশিয়া কাপের জন্য ঘোষিত টাইগার দলেও সুযোগ পাননি অভিজ্ঞ এই ক্রিকেটার।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় আছেন রিয়াদ। এজন্য টাইগার দলের ব্যাকআপ প্লানে থাকা ৮ ক্রিকেটারের অনুশীলন ক্যাম্পে নাম আছে তার। কিন্তু এশিয়া কাপের মূল দল থেকে রিয়াদকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধনও করেন অনেক ক্রিকেটপ্রেমী।
জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে।
এদিকে, শুক্রবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। যেখানে বর্তমানে আলোচনায় থাকা এ ক্রিকেটার হজ পালনকালে নিজের একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।
রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে ভক্তরা। আজ টাইগার এই ক্রিকেটারের পোস্টের মন্তব্যের ঘরেও দলে ফেরানোর দাবি জানিয়েছেন অনেকে।