, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে কওমী ছাত্র পরিষদ

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ০৯:৪০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ০৯:৪২:৪৩ অপরাহ্ন
হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে কওমী ছাত্র পরিষদ ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার গুলিস্তানে বর্তমান ক্ষমতাসীন দলের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন যাত্রাবাড়ী বড় মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করিম। এক মাস পার হলেও হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছে কওমী ছাত্রপরিষদ।

আজ (২৫ আগস্ট) রাজধানীর এক মিলনায়তনে হাফেজ শহীদ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করণের দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ ।

এসময় কওমী ছাত্রপরিষদের নেতারা বলেন, গত ২৮ জুলাই -২০২৩ শুক্রবার রাজধানী ঢাকার গুলিস্তানে বর্তমান ক্ষমতাসীন দলের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন যাত্রাবাড়ী বড় মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করিম। প্রায় এক মাস সময় পার হলেও প্রশাসন আমার ভাই শহীদ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার দেখাতে পারেনি। 

বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ মনে করে,  হাফেজ রেজাউলকে  রাজধানীর গুরুত্বপূর্ণ এমন একটি এলাকায় প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় প্রশাসনের তৎপরতা না থাকা এদেশের আপান জনতাকে হতাশ করেছে।

হাফেজ রেজাউল করিম কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না। দেশের প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের অধিকার রাখে। এ হত্যাকান্ডকে রাজনৈতিক বিবেচনায় না দেখে সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং হাফেজ রেজাউলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। হাফেজ রেজাউল করিম একজন মেধাবী ছাত্র ও দেশের সম্পদ ছিলেন।

সংবাদ সম্মেলনের দাবীসমূহ: হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হাফেজ রেজাউলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস গুলোতে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। দেশের কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কওমী পরিষদের আহবায়ক আ. স.ম আল আমিন, সদস্যসচিব আসাদুজ্জামান নুর,  অফিস ও সাহিত্য সম্পাদক মোল্লা হেলাল উদ্দিন , ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক মাওলানা হাদিসুর রহমান, সদস্য সচিব নজরুল ইসলামসহ প্রমূখ নেতৃবৃন্দ।
১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু