ভারতে মুক্তির চার মাস পর আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। দেশের প্রায় ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সিনেমাটি নিয়ে বেশ কয়েক দিন ধরেই দর্শকের আগ্রহ রয়েছে। কারণ, বড় পর্দায় সালমানকে দেখার সুযোগ। এ খবর পৌঁছেছে সালমানের কানেও। সেই জন্য শুক্রবার সিনেমা মুক্তির দিনে বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন সালমান।
সিনেমাটি নিয়ে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, ‘‘কিসিকা ভাই কিসি কি জান’ সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন–নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।’
বাংলাদেশের অনেক দর্শকও সেখানে মন্তব্য করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দেয়া এই বার্তায় সালমান ট্যাগ করেছেন সিনেমাটির অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক–প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাকে।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান আর পূজা হেগড়েকে রোমান্স করতে দেখা গেছে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ আরও অনেকে।
আজ স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিন শতাধিক শো।