এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের মুকুটে তিনি যুক্ত করলেন নতুন আরও একটি পালক। অনন্য এক মাইলফলক স্পর্শ করে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।
আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ইনিংস। আর শততম ইনিংসটি তিনি রাঙিয়েছেন জয় ও বিশ্বরেকর্ড গড়ে। আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৩ রান করায় বাববের মোট ওয়ানডে রান দাঁড়ায় ৫ হাজার ১৪২ এ।
আর তাতেই তিনি রেকর্ডবুকে নিজের নাম তোলেন ১০০ ওয়ানডে ইনিংস খেলে সর্বাধীক রান সংগ্রাহক ব্যাটার হিসেবে। অনন্য এই মাইলফলক স্পর্শে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
বিশ্বরেকর্ড গড়ার পথে বাবর পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে। তালিকার দুইয়ে রয়েছেন হাশিম আমলা। ১০০ ইনিংসে তার রান ছিল ৪ হাজার ৯৪৬। আর তিনে থাকা ভিভের রান ছিল ৪ হাজার ৬০৭।