, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তাইজুলকে দলে নেওয়ার দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ০২:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ০২:১৩:৫৭ অপরাহ্ন
তাইজুলকে দলে নেওয়ার দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন
এবার মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ দলে নেয়ার দাবিতে তার সমর্থকরা বেশ কয়েকবার মানববন্ধন করেছিলেন। এবার তাইজুল ইসলামরে জন্য মানববন্ধন করে তার সমর্থকরা। আজ শুক্রবার ২৫ আগস্ট দুপুরে নাটোরের বৃষ্টিকে উপেক্ষা করে এশিয়া কাপ দলে তাইজুলকে অন্তর্ভুক্তি না করায় নাটোরে প্রতিবাদ সমাবেশ ও বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

এদিকে নাটোর প্রসক্লাবের সামনে নাটোরের সাবেক ক্রিকেটার, তাইজুল ভক্ত ও স্তরের নাটোর বাসির পক্ষে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি বাধা সাধলেও আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যান।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ক্রিকেটার তাইজুল ভক্তরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়।
 
এ সময় বক্তারা আরও বলেন, জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে বিশ্বকাপ স্কোয়াডে জাতীয় দলে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানান। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই তাজুল ইসলামের। তাই তার জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেট ফ্যানরা। 
 
এ সময় বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি জানান।ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, তাইজুলকে এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হোক। তা না হলে নাটোরের মানুষ আরও বড় ধরনের আন্দোলনে যাবেন। সে আন্দোলনে নাটোরের সব বয়সী মানুষ অংশ নেবেন।
সর্বশেষ সংবাদ