, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরি

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ১১:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ১১:৫৫:০২ পূর্বাহ্ন
ঘোড়াঘাটে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরি
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানে আবারও রাতের আঁধারে পুরাতন কবর খুঁড়ে ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পূর্বে চলতি বছরের গত ৫ মার্চ এই কবর থেকে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কঙ্কাল চুরির বিষয়টি জানাজানি হলে কবরস্থানে মানুষের ঢল নামে। 

এ ঘটনায় খবর পেয়ে ছুটে আসেন কবরবাসীর আত্মীয়-স্বজনরা। পরে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ওসি ওসি আসাদুজ্জামান আসাদ। 

স্থানীয়রা জানান, বছরের তিনবার ফলন দেয় এমন কিছু আম ও তাল গাছ এই কবরস্থান রয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় কিছু ছেলে ফল পারতে এসে দেখেন পাশাপাশি ৪টি পুরাতন কবরের নিরাপত্তা বেষ্টনী খোলা এবং কবরগুলো খোঁড়া অবস্থায় রয়েছে। এমতাবস্থায় তারা টর্চ লাইট জ্বালিয়ে দেখেন কঙ্কাল নেই।

শেখ শহীদ নামের স্থানীয় এক যুবক সহ বেশ কিছু মানুষ জানান, কয়েক মাস পূর্বেও এই কবরস্থান থেকে ৬ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ দুপুরে আমরা জানতে পারি আবারও ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। যে সকল কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে এই কবর গুলো প্রায় ৮-৯ মাস পূর্বের।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, যা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, মানুষের কঙ্কাল নিয়ে যারা ব্যবসা করে তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা ধারণা করছি। অপরাধ যেই করুক, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান