, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ ‘ব্যাচেলর পয়েন্ট’এর হাবু ভাইয়ের বিয়ে

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ১১:৩৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ১১:৩৪:২১ পূর্বাহ্ন
আজ ‘ব্যাচেলর পয়েন্ট’এর হাবু ভাইয়ের বিয়ে
মাহবুবুর রহমান চাষী অর্থাৎ চাষী আলম বিয়ে করতে যাচ্ছেন। এত দিন ব্যাচেলর দলে থাকলেও এবার ছাদনাতলায় বসতে হচ্ছে এই অভিনেতাকে। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পারিবারিক একটি সূত্র বলছে, কাবিন আগেই হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গায়েহলুদ হয়েছে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্র দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। 

জানা গেছে, গতকাল ২৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়েহলুদের। এই আয়োজন শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখারে চেষ্টা করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। 

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা