, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২% 

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ১১:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ১১:১৯:৪২ পূর্বাহ্ন
আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২% 
আদানি গ্রুপের ব্যবসায়িক সাফল্যের পাল্লায় নতুন অর্জন যুক্ত হয়েছে। ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার ইবিআইটিডিএ (নেট ইনকাম, ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন) এবং গত বছর একই সময়ের চেয়ে এই প্রান্তিকে ৪২% রেকর্ড পরিমাণ লাভের মুখ দেখেছে এই গ্রুপটি। গতকাল ২০২৩ সালের জুন প্রান্তিকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পোর্টফোলিওর জন্য ২০২৪ অর্থবছরের মোট ফলাফলের একটি সংকলন প্রকাশিত হয়েছে। 

মূল অবকাঠামো এবং সেবা খাতের মাধ্যমে উৎপাদিত নগদ প্রবাহের পরিমাণ সামগ্রিক ইবিআইটিডিএ পোর্টফোলিও এর ৮৬%। মোট অর্থের হিসেবে এই পরিমাণ ২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এতে করে টানা কয়েক দশকের উপার্জনের বিষয়টিও বেশ স্থিতিশীল ও দৃশ্যমান হয়ে ওঠে। একইসাথে পোর্টফোলিওতে অর্থের তারল্যের দিকটি আরো শক্তিশালী হয়। ২০২৩ সালের জুনের শেষদিকে বিদ্যমান অর্থের পরিমাণ ছিল ৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের প্রান্তিকের চেয়ে ৪.২% বেশি। 

‘ইনকিউবেশন’ গল্পের সাফল্য মূলত আদানি এন্টারপ্রাইজের ছায়াতলেই বেড়ে উঠেছে। বিমানবন্দর, গ্রিন হাইড্রোজেন এবং ‘ফ্ল্যাগশিপ ইনকিউবেটর’ এর তত্ত্বাবধানে চলতে থাকা অন্য ব্যবসাগুলো গত বছরের একই সময়ের চেয়ে এবারে প্রায় দ্বিগুণ লাভবান হয়েছে। ২০ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলারের ইবিআইটিডিএ সহ এই ব্যবসাগুলো ‘ইবিআইটিডিএ পোর্টফোলি’ওতে ৭% অবদান রেখেছে।

প্রাথমিকভাবে এই দক্ষ পোর্টফোলিও পারফরম্যান্সকে আরো গতিশীল হতে সাহায্য করেছে অন্য কয়েকটি খাতের উন্নয়ন। এর মধ্যে রয়েছে আদানি গ্রিন এর অধীনে থাকা নবায়নযোগ্য জ্বালানি ব্যবসা, আদানি এন্টারপ্রাইজ এর অধীনে থাকা অবকাঠামোগত ব্যবসা এবং আদানি সিমেন্ট এর অধীনে থাকা সিমেন্ট ব্যবসা। আদানি গ্রিন থেকে ২৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার এর ইবিআইটিডিএ এবং গত বছরের একই সময়ের চেয়ে ৬৭% লাভ পাওয়া গেছে।

এই বিষয়টিই মূলত ৪৩% থেকে ৮,৩১৬ মেগাওয়াট ‘অপারেশনাল ক্যাপাসিটি’ বৃদ্ধির পেছনে শক্তিশালী ভূমিকা রেখেছে। সেইসাথে মূল্য সাশ্রয় এবং সমন্বয় বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট সিমেন্ট ব্যবসাতেও উল্লেখযোগ্য উন্নয়ন দেখা গেছে। টনপ্রতি ইবিআইটিডিএ ১০ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার থেকে ‘জুন ২২’ প্রান্তিকে দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারে। ‘মার্চ ২৩’ প্রান্তিকে এই পরিমাণ হচ্ছে ১৩ দশমিক শূন্য ৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে, সিমেন্ট ব্যবসার ইবিআইটিডিএ গত বছরের একই সময়ের চেয়ে ৫৪% বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ২৩ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ