, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাকসহ ভেঙে গেল সেতুর পাটাতন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন
ট্রাকসহ ভেঙে গেল সেতুর পাটাতন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুর পাটাতন ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনার পর বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার (৮ মে) সকাল ৮টায় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙে নিচে পড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সেতুটি ২০১৯ সালে চলাচল অনুপযোগী ঘোষণা করা হয়। একই বছর নতুন সেতুর কাজ শুরু হয়। তবে দীর্ঘ ৭ বছরেও সেই সেতুর কাজ শেষ হয়নি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জেনেও যানচলাচল করতে হয় পুরাতন সেতু দিয়ে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। নতুন সেতুর কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে। সেটিরও কাজ চলছে।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইয়ুম হোসেন জানান, উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগের জন্য কাচালং সেতুটি গুরুত্বপূর্ণ। সেতুর পাটাতন ভেঙে যাওয়ার দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত পুরাতন সেতুটি চালু এবং সেতু সেতুর কাজ শেষ করার দাবি জানাচ্ছি।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা