, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মিরাজ দলে থাকলে বাড়তি সুবিধা দেখছেন তামিম

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ১০:৫৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ১০:৫৭:২৩ পূর্বাহ্ন
মিরাজ দলে থাকলে বাড়তি সুবিধা দেখছেন তামিম
বাংলাদেশ জাতীয় দলে সাত নম্বর পজিশন নিয়ে দুর্ভাবনা ছিলো অনেকদিনের। তবে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়ে বাজিমাত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে সাত নম্বরে মিরাজের কথাই ভাবছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে ক্রিকেটে মিরাজ বল হাতে বরাবরই কার্যকরী। ব্যাট হাতে অবদান রাখতে পারা মিরাজকে নিয়ে তাই সুবিধা দেখছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন,  'সাত নম্বর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মিরাজ তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই। ওই কম্বিনশেনগুলোই গত সিরিজ বলেন, সামনের কয়েকটা সিরিজে আমরা দেখব।'

অনেক সময় কাঁটায় কাঁটায় ৫ বোলার নিয়ে খেললে পিছিয়ে থাকতে হয় কম্বিনেশনে। কোনো বোলারের খরুচে দিন গেলে বিকল্প বোলার রাখতে হয় অধিনায়কের হাতে। তামিম চান অতিরিক্ত তেমন একজন বোলার। যে বল হাতে যেমন কার্যকরী, ব্যাট হাতেও সমান পারদর্শিতা দেখাতে পারবে। সবমিলিয়ে দল এবং একাদশ নির্বাচনে এমন সেরা খেলোয়াড় বাছাই করবে টিম ম্যানেজম্যান্ট। 

তামিম আরো বলেন, '৬ জন বোলার থাকলে অপশন থাকে। ৫টা বোলারের যেকোন একদিন কারো যদি খারাপ যায়, তাহলে দল এবং অধিনায়কের সুবিধা হয়। এ কম্বিনেশনগুলো আমরা দেখছি। ওই পজিশনের জন্য আমাদের কাঠে ২-৩ জন খেলোয়াড় আছে। দলের পছন্দ অনুযায়ী নেওয়া হবে, কে খেলবে।'
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস