রাজধানীর আজিমপুর এলাকায় নিউ পল্টনের বাসায় বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ৭ মে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আয়মান ঢালি। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মৃত আয়মান মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের সৌদিপ্রবাসী মোজাম্মেল আলীর ছেলে।
আয়মান মায়ের সঙ্গে তার চাচার বাড়ি আজিমপুর নিউ পল্টন লাইন এলাকার ৫১ নম্বর বাসায় বেড়াতে এসেছিল। দুই ভাইয়ের মধ্যে আয়মান বড় ছিল। আয়মানের চাচা মো. হাসান জানান, আয়মানের বাবা মোজাম্মেল আলী সৌদি প্রবাসী। গত সপ্তাহে আয়মানের মা হাবিবা আক্তার দুই বাচ্চা ও তার মাকে নিয়ে আসেন। রবিবার সন্ধ্যার পর আয়মানের মা রান্না ঘরে কাজ করছিলেন।
এর ফাঁকে কোনো একসময় আয়মান বাথরুমে ঢুকে বালতির পানিতে ডুবে ছিল। পরে তাকে খুঁজে না পেয়ে বাথরুমের পানিতে ডুবে থাকতে দেখা যায়। এরপর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা আয়মানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নানি খুশি বেগম জানান, আয়মানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন তারা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক রাত পোনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লালবাগে বাথরুমের বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।