, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লাইনচ্যুত ট্রেন থেকে বালতি ভরে তেল নিয়ে যাচ্ছেন স্থানীয়রা

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৩ ১২:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৩ ১২:১২:০১ অপরাহ্ন
লাইনচ্যুত ট্রেন থেকে বালতি ভরে তেল নিয়ে যাচ্ছেন স্থানীয়রা ছবি: সংগৃহীত
যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি মো. ইদ্রিস আলী জানান, যশোরের সিঙ্গিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার সঙ্গে ঢাকা, বেনাপোল ও উত্তরবঙ্গসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ভোর তিনটা ৫০ মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশন এলাকায় বানিয়ারগাতি রেলক্রসিং পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেন আটকা পড়ে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস