, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত
চলতি বছরটা বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর। ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। শ্রীলঙ্কা থেকে দ্বিপক্ষীয় সিরিজ শেষ করে দেশে ফিরে নিগার সুলতানা জ্যোতিদের প্রস্তুত হবে ভারতের বিপক্ষে খেলার জন্য। 

এদিকে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে আগামী জুন-জুলাইয়ে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপক্ষীয় এ সিরিজে। 

মূলত বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ ওয়ানডের ম্যাচগুলো। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু। 

বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশের নারীরা। ইতোমধ্যে সফরের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। যেখানে তিন ম্যাচের সিরিজের দুইটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অপরটিতে পারে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার ৯ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত