, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলেন মেয়ে

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ০৫:৫৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ০৫:৫৫:৫৯ অপরাহ্ন
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলেন মেয়ে ছবি: সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে শান্তা ইসলাম নামে এক শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। একদিকে বাড়ির বাইরে মাইকে জানাজা ও দাফনের সময়ের ঘোষণা দেওয়া হচ্ছে। এ অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে শান্তাকে। আজ মঙ্গলবার তার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে শান্তা বাড়ি ফিরলে বাবার জানাজা ও দাফন সম্পন্ন হয়। 

শান্তা ইসলাম আলফাডাঙ্গার কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার ২২ আগস্ট) সকাল ১০টার আগে বাবার লাশ বাড়িতে রেখে এক আত্মীয়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় সে।
পরিবারারিক সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকার বাসিন্দা মো. মাহামুদ শেখ (৬২) মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজবাড়িতে মারা যান।

তার মৃত্যুতে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের কান্নায় এলাকা ভারী হয়ে ওঠে। বাবার মৃত্যুতে ভেঙে পড়লেও এইসএসসি পরীক্ষা কেন্দ্রে যায় মেয়ে শান্তা। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে হয়েছে তাকে।
আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এমএম মজিবুর রহমান জানান, 'কেন্দ্র সচিবের মাধ্যমে মেয়েটির খোঁজখবর নিয়েছি।

বাবাকে হারানো যেকোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। তারপরও শান্তা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষায় অংশ নিয়েছে। আজকে (২২ আগস্ট) ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরীক্ষায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। সহপাঠীদের সঙ্গে বসে পরীক্ষা দিয়েছে। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। তবে তাকে শোকাহত হতে দেখেছি। সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে ভেবে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস