, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিপ মেসেঞ্জার-এর সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপ ঘোষণা করেছে বাংলালিংক

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ০৫:২০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ০৫:২০:০৯ অপরাহ্ন
বিপ মেসেঞ্জার-এর সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপ ঘোষণা করেছে বাংলালিংক
ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক বিপ  মেসেঞ্জারের সাথে একটি এক্সক্লুসিভ পার্টনারশিপ ঘোষণা করেছে। এই  পার্টনারশিপের আওতায় বাংলালিংক বিপ-এর এক্সক্লুসিভ পার্টনার হিসেবে দেশব্যাপী এর ব্র্যান্ডিং, মার্কেটিং এবং প্রমোশনে সহযোগিতা করবে। এছাড়া বাংলালিংক-এর চার কোটি গ্রাহকের জন্য থাকবে বিপ-এর বিশেষ ডেটা বান্ডেল।

১৯২টি দেশে ব্যবহারকারীরা বিপ মেসেঞ্জার উপভোগ করছেন। তাত্ক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে এটি একটি সহজে ব্যবহারযোগ্য অ্যাপ। এতে রয়েছে দ্রুত ও নিরাপদ এনক্রিপটেড মেসেজিং, এইচডি মানের ভয়েস ও ভিডিও কল, ১০৬টি ভাষায় তাত্ক্ষণিক অনুবাদসহ আরও বিভিন্ন সুবিধা। গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোর থেকে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজে এটি ডাউনলোড করতে পারবেন। বিপ মেসেঞ্জারের ওয়েব ভার্সন ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন কম্পিউটার এবং ল্যাপটপে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। প্রতি মাসে বাংলালিংক গ্রাহকরা বিপ ব্যবহার করার জন্য এক জিবি ফ্রি ইন্টারনেটও উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও বিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানটিতে ভিওন গ্রুপ-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লুসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন,“বাংলালিংক গ্রাহকদের নানামুখী চাহিদা পূরণে আমরা ডিজিটাল সেবা সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছি। এই ক্ষেত্রে অংশীদারিত্ব আমাদের অগ্রগতির জন্য সহায়ক। বিপ-এর সাথে আমাদের  পার্টনারশিপবাংলাদেশে ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমাদের ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশল এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার ক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ।”

বিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে বলেন, “বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে বিপ-এর জনপ্রিয়তা দেখে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হল বিপ-কে একটি আন্তর্জাতিক যোগাযোগের অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করা, যা ব্যবহারকারীরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। বাংলালিংক-এর মতো একটি বিশেষ ডিজিটাল অপারেটরের সাথে অংশীদারিত্ব এই কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এক সাথে বাংলাদেশে বিপ-এর উপস্থিতি বাড়াতে কাজ করছি।”