, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ০৫:১২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ০৫:১২:১৪ অপরাহ্ন
অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে আরও ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে বিসিবি। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবাল যেমন আছেন, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদও। তবে গত দুই দিন ধরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন আটজন ক্রিকেটার। সেখানে অনুশীলনে ছিলেন না মাহমুদউল্লাহ। 

এমনকি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ায়ও ছিলেন না মিডল-অর্ডার এই ব্যাটার। আর তাই তার না থাকা নিয়ে নানান প্রশ্ন জাগে দেশের ক্রিকেটাঙ্গনে।খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কারণেই ক্যাম্পে নেই মাহমুদউল্লাহ।

মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না তিনি। ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন রিয়াদ। সেখান থেকে ফিরেই অনুশীলনে যোগ দেবেন মিডল-অর্ডার এই ব্যাটার।

এদিকে মঙ্গলবার (২২ আগস্ট) অনুশীলনে আসেননি মাহমুদউল্লাহর বিকল্প ভাবনায় থাকা শামীম পাটোয়ারী। অসুস্থতার কারণে মিরপুরেই আসেননি তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারও বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।
সর্বশেষ সংবাদ