, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লরির ধাক্কায় হেলপারের পা বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ১১:১৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ১১:১৩:৫৭ পূর্বাহ্ন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লরির ধাক্কায় হেলপারের পা বিচ্ছিন্ন
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে:  দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাঁচামাল বোঝাই ট্রাকের পেছনে একটি তেলবাহী লরির ধাক্কায় ওই লরির হেলপারের ১টি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনাটি রবিবার (২১ আগস্ট) রাত ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক উপজেলার টিএন্ডটি বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে বলে জানা যায়।

খবর নিয়ে জানা যায়, টিএন্ডটি বাসস্ট্যান্ডের একটু সামনে কাঁচামাল বোঝাই একটি ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিল। অপরদিকে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির তেলের ৮/৯ টি লরি পার্বতীপুর উপজেলার তেলের ডিপুতে তেল দিয়ে ঢাকার উদ্দেশ্যে একই সাথে আসছিল। এমতাবস্থায় তেলবাহী একটি লরি ঘটনাস্থলের কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে তেলবাহী লরির সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায় এবং ওই লরিতে থাকা হেলপারের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তেলবাহী ওই লরির হেলপারের নাম ছোটন রায় (১৮)। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় লরির হেলপারকে একটি পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করি। এ সময় অন্য সব তেলবাহী লরির লোকজন এসে ওই হেলপারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া উদ্দেশ্যে নিয়ে যায়।
 
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক