, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হিন্দি সিনেমায় ঠিকঠাক কাপড়চুপড় পরে না, আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে : ডিপজল

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৩ ০৮:৩৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৩ ০৮:৩৬:২০ অপরাহ্ন
হিন্দি সিনেমায় ঠিকঠাক কাপড়চুপড় পরে না, আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে : ডিপজল
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেছেন, ‘হিন্দি সিনেমা মানুষ দেখবে না, সিনেমায় অগো মানুষ ভালো কাপড়চুপড় পরে না। সিনেমায় অরা ঠিকঠাক কাপড়চুপড় পরে না। ওইসব আমগো সংস্কৃতি না। তাই আমি মনে করি বাংলাদ্যাশে হিন্দি সিনেমা টিকব না।’ আগামী শুক্রবার থেকে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। এই সিনেমা মুক্তির বিষয়ে এক প্রতিক্রিয়ায় রবিবার বিকেলে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনই অভিমত দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এদিকে বাংলাদেশের অনেক মানুষ টেলিভিশনের কল্যাণে হিন্দি সিনেমা দেখে, তারা তো এবার হলে গিয়ে ‘পাঠান’ দেখবে, তা না? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘টেলিভিশনের হিন্দি সিনেমাই আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে। হিন্দি সিনেমায় য্যামনে কাপড়চুপড় পরে অমনে আমগো দ্যাশে কাপড়চুপড় পরে না। অনেক পোলাপাইনরে আগেই নষ্ট করছে, এহন সিনেমা আমদানি কইরা নষ্ট করতাছে।’

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, ‘তয় আমি মনে করি বাংলাদেশের মানুষ হিন্দি সিনেমারে এভোড করব। আর আমার মনে হয় আমগো প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা যায় নাই। উনি জানলে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি হইতে দিব না। বাংলাদেশে এই ভাষার লিগা অনেক মানুষ শহীদ হইছে আর আইজ বিদেশি ভাষার ছবি এই দ্যাশে আইতাছে, এইটা মাইনা নেওন যায় না।’

বাংলাদেশের সিনেমার সম্ভাবনা নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমগো দ্যাশে বাংলা ছবি আসুক। আমগো ছবি যাউক। এতে আমগো আপত্তি নাই। এই যে ঈদে আটটা ছবি মুক্তি পাইল, এই সব ছবির টাকা উঠব ক্যামনে? আবার কুরবানি ঈদে ছবি মুক্তি পাইব। এইভাবে হিন্দি ছবি ঢুকলে সমস্যা। সামনে বাংলাদেশের ভালো ভালো ছবি হইতাছে, হিন্দি ছবি আইলে সমস্যা।’

এদিকে অনেক জল ঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আলোড়ন তোলা সুপারস্টার শাহরুখ খান অভিনীত এ ছবিটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই শুক্রবার (১২ মে) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা নেই।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা