, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে এসিল্যান্ডের নাম্বার ক্লোন, সমাধানে কাজ করছে ওসি

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ০৮:২১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ০৮:২১:১৫ অপরাহ্ন
ঘোড়াঘাটে এসিল্যান্ডের নাম্বার ক্লোন, সমাধানে কাজ করছে ওসি
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলটি নাম্বারটি ক্লোন করেছে প্রতারক চক্র। শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার পর উপজেলা প্রশাসনের বিভিন্ন মাধ্যমসহ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 
 
 
এসিল্যান্ড অফিস সূত্রে জানা যায়, গতকাল উপজেলা ভূমি অফিসের নাজির রোকনুজ্জামান নয়ন এর মোবাইলে +৩৮ যুক্ত ০১৭৫০৩৩০৯৪৭ এই নাম্বার থেকে ৩০ সেকেন্ড পরপর দুইবার কল আসে কিন্তু অপরপ্রান্ত থেকে কোন কথা হয়না যা হুবহু এসিল্যাড মাহমুদুল হাসানের ব্যবহারিত মোবাইল নাম্বারের মত কিন্তু পার্থক্য শুধু নাম্বারের পূর্বে বাংলাদেশী কোড +৮৮ এর পরিবর্তে +৩৮ যুক্ত। সে কারণে নাজির রোকনুজ্জামান বুঝতে পারে এটা কোন প্রতারক চক্র এবং তিনি এসিল্যান্ডকে বিষয়টি অবগত করেন। 
 
অপরদিকে একই অফিসের সার্টিফিকেট সহকারী মোশাররফ হোসেনের সাথেও ঘটে একই ঘটনা। পরে মোশাররফ হোসেন নেটওয়ার্কের সমস্যা মনে করে ফিরতি কল করলে সে নাম্বারে আর কল ঢোকে না দেখে ইউএনওর সরকারি নাম্বারে কল করে বিষয়টি অবগত করেন। পরে তাদের দুজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমাদের কাছে হুবহু এসিল্যাড স্যারের ব্যবহারিত নাম্বারের মত একটি নাম্বার থেকে কল আসে কিন্তু মোবাইলে স্যারের নাম্বার সেভ থাকার পরও শুধু নাম্বার ভেসে ওঠায় চেক করে পাওয়া যায় বাংলাদেশী কোড এর পরিবর্তে অন্য একটি কোড। আমাদের নাম্বারে ২/৩ বার কল আসলেও অপরপ্রান্ত থেকে কোন কথা বা আওয়াজ আমরা পাইনি। 
 
ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমার মোবাইল নাম্বারটি ক্লোন করে এ পর্যন্ত আমাদের ভূমি অফিসের ২ জনকে ৪/৫ বার করে কল করে এক প্রতারক। তবে এখন পর্যন্ত কারও কাছে টাকা বা কোনো তথ্য চাইনি বলে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়েছি। 
 
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি এ বিষয়ে কাজ করছেন। বিষয়টি এখন অনেকটা সমাধানের পথে।
 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া