, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ০৪:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ০৪:৫৪:৫৯ অপরাহ্ন
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ফাইল ছবি
৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। এই বিসিএস থেকে সাধারণ ক্যাডার, কারিগরি ও পেশাগত ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে।

রবিবার (২০ আগস্ট) পিএসসির বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়।

পিএসসির ওয়েবসাইটে বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল ও তথ্য দেওয়া হয়েছে। ফলাফলে দেখা যায়, সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ২৮ জন, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে চার হাজার ২৬৬ জন, কারিগরি/পেশাগত ক্যাডারে ৫৪৭ জন উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে উত্তীর্ণ প্রার্থীদের যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে, চাহিদাকৃত কাগজপত্র ঘাটতি থাকলে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, জাল সার্টিফিকেট দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে, আবেদনে গুরুতর অসম্পূর্ণতা থাকলে বা মিথ্যা তথ্য দিলে তার প্রার্থিতা বাতিলসহ কমিশনের পরবর্তী কোনো পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য হিসেবে ঘোষণা করা হবে। চাকরিরত থাকা অবস্থায় হলে বরখাস্তকরণ ছাড়াও তারি বিরুদ্ধে বিধিসম্মত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর